মঙ্গলবার- ১১ ফেব্রুয়ারি, ২০২৫

রেলওয়ে কনট্রাক্টরস এসোসিয়েশনের নেতৃত্বে স্বপন-শাহ আলম

বাংলাদেশ রেলওয়ে কন্ট্রাকটরস্ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
print news

বাংলাদেশ রেলওয়ে কনট্রাক্টরস এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শফিকুর রহমান স্বপনকে আহ্বায়ক ও মো. শাহ আলমকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।

রবিবার (০২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগরীর লেডিস ক্লাব এ রেলওয়ে কনট্রাক্টরস এসোসিয়েশনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই আহবায়ক কমিটি গঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব শফিকুর রহমান স্বপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও এস এ ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এস কে খোদা তোতন, মো. শাহ আলম, জাহাঙ্গীর আলম, দুলাল, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, মোহাম্মদ নাসির উদ্দিন, সালাউদ্দিন, সোলায়মান, ঠিকাদার নুরুদ্দিন নুরু, মুক্তার হোসেন, আজমল হুদা রিঙ্কু, আমজাদ আহসান প্রমূখ।

সাধারণ সভায় এসোসিয়েশনের আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। বক্তারা রেলওয়ের উন্নয়ন অগ্রযাত্রায় কনট্রাক্টরস ভূমিকার কথা উল্লেখ করেন এবং নতুন আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

পরে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জনাব শফিকুর রহমান স্বপনকে আহ্বায়ক ও মো. শাহ আলম সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

No more posts to show
error: Content is protected !!