বৃহস্পতিবার- ২৩ জানুয়ারি, ২০২৫

বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন, কারাগার থেকে বের হবেন কাল

বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন, কারাগার থেকে বের হবেন কাল
print news

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী কারামুক্ত হচ্ছেন মঙ্গলবার। আজ সোমবার রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া তাঁর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসলাম চৌধুরীর জামিন দীর্ঘদিন যাবত স্থগিত ছিল। কাল মঙ্গলবার সকাল নয়টায় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হবেন। এরপর তাকে বিএনপি নেতারা ফুলেল সংবর্ধনা জানিয়ে তার নির্বাচনী এলাকা সীতাকুণ্ডের দিকে নিয়ে যাবেন।

পুরো উপজেলা প্রদক্ষিণ করে সীতাকুণ্ড পৌর সদরে এসে বক্তব্য রাখবেন আসলাম চৌধুরী। এরপর ফৌজদারহাট জলিলস্থ বাড়িতে পরিবারের সদস্যদের কবর জেয়ারত করে ঘরে ফিরবেন।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

আওয়ামী লীগ সরকারকে হটাতে ২০১৬ সালের প্রথমদিকে ভারতে বসে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করার অভিযোগ উঠে আসলাম চৌধুরীর বিরুদ্ধে। দেশজুড়ে বিষয়টি আলোচনায় আসার পর ২০১৬ সালের ১৫ মে ঢাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন তিনি।

তার বিরুদ্ধে ৭৬টি নাশকতা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও চেকের মামলা রয়েছে। তিনি ৭৬টি মামলায়ই জামিন পেয়েছেন। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার জজ স্থগিত করার কারণে এতদিন মুক্তি পাননি তিনি।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

এদিকে চট্টগ্রামের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকসহ সকলকে সকাল ৯টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার (জেল গেইট) এবং সীতাকুণ্ডের প্রতিটি ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকদের নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে লায়ন মো. আসলাম চৌধুরীকে বরণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহবায়ক কাজী মো. সালাহউদ্দিন অনুরোধ করেছেন।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show