রবিবার- ৭ ডিসেম্বর, ২০২৫

বিয়ে নয়, জীবনসঙ্গী চান পপতারকা মিলা!

বিয়ে নয়, জীবনসঙ্গী চান পপতারকা মিলা!

০১৭ সালে পরিবারের পছন্দে বিয়ে করেন পাইলট এস.এম. পারভেজ সানজারিকে। বিয়ের এক বছরে ঘুরতেই স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি, মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ তোলেন দেশের জনপ্রিয় পপতারকা মিলা। ২০১৮ সালের তাদের বিচ্ছেদ হয়। এরপর আর বিয়ে করেননি জনপ্রিয় এ সংগীতশিল্পী।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মিলা বলেন, ‘ বিয়ে করার জন্য আমি ছেলে খুঁজে পাচ্ছি না!’ বিচ্ছেদের সাত বছরে পেরিয়ে গেলেও কেন ছেলে খুজে পাচ্ছেন না তাও জানিয়েছেন। তার ভাষ্য, ‘দুইটা কারণ হতে পারে। এক আমি আবারও কাজে ব্যাক করেছি, দ্বিতীয় নিজে নিজে খুজে প্রেম করা আমার জন্য কষ্টসাধ্য কারণ সময় দিতে পারি না।

আরও পড়ুন :  চট্টগ্রাম বিমানবন্দরে ৯০ লাখ টাকার সিগারেটভর্তি লাগেজ

সত্যি বলতে বিয়ে জরুরি না। এই মুহূর্তে একজন জীবনসঙ্গী দরকার যে আমাকে বুঝবে।’ কেমন ছেলে পছন্দ এ কণ্ঠশিল্পীর? এই বিষয়ে মিলা বলেন, ‘সুদর্শন হতে হবে। তবে যে আমার জীবনসঙ্গী হবে তাকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে, বন্ধুসুলভ হতে হবে, আমার জন্য মায়া থাকতে হবে। আর অবশ্যই পশুপাখির জন্যও মায়া থাকতে হবে।’

আরও পড়ুন :  কাস্টমসের দুই কর্মকর্তার ওপর হামলা, নেপথ্যে কারা?

ছেলেকে প্রতি মাসে কত ইনকাম করতে হবে এমন প্রশ্নের জবাবে মিলা বলেন, ‘বর্তমান সময় অনুযায়ী পরিবার চালাতে যেমন খরচ সেই পরিমাণ টাকা আয় করলেই চলবে। এখন মানুষের ধারণায় পরিবর্তন এসেছে। এক সময় বিয়ের আগে মানুষ বলত টাকা গুরুত্বপূর্ণ না। তবে এইটা ভুল ধারণা। টাকা থাকা জরুরি তাই টাকা ইনকাম করতে হবে। তবে টাকাওয়ালা জামাই আমি চাই না।’

আরও পড়ুন :  লটারিতে সিএমপির ১৫ থানার ওসির চেয়ার বদল

সবশেষ তিনি বলেন, ‘আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদেরকে বুঝতে হবে। আমি কোথাও শো করতে গেলে রাত ১০টার মধ্যে বাসায় ফেরা সম্ভাব নাও হতে পারে। যে আমার লাইফ পার্টনার হবে তাকে অন্তত এতটুকু বুঝতে হবে। তেমন ছেলে খুজে বের করতেই একটু সময় নিচ্ছি।’

ঈশান/মখ/মসু

আরও পড়ুন

You cannot copy content of this page