বুবলীর বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ আনলেন শাকিব খান। তার প্রতি অন্ধ বিশ্বাসের কারণে এই সুযোগটা নিয়েছেন বলে জানালেন ঢালিউডের এই জনপ্রিয় নায়ক। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি।
শাকিব বলেন, ‘দেখুন, সে (বুবলী) আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত, নাম— সবই করেছে। আমিও তাকে অন্ধ বিশ্বাস করেছিলাম। কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। নানাজনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল। যা মিডিয়াসহ সবাই জানে।
শাকিব অভিযোগ করেন, বুবলী সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো, হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব! কেউ যদি বিনা কারণে বিশ্বাসভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গে সম্পর্ক কীভাবে কনটিনিউ করা যায়— আপনারাই বলুন। আমি আসলে সরল মনে অনেককেই বিশ্বাস করেছি। কিন্তু সবাই আমার সরলতাকে দুর্বলতা ভেবে ধোঁকা দিয়েছে। অকৃজ্ঞতার পরিচয় দিয়েছে। আমি এখন আর কারও সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আর কোনো মানসিক চাপ সহ্য করতে চাই না। শুধু দুই সন্তান জয় ও বীরকে নিয়ে বাকি জীবনটা সাধারণ মানুষের মতো পরম শান্তিতে কাটাতে চাই।’
কয়েকদিন আগে শাকিব জানিয়েছিলেন, বুবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এমনকি তাদের আর কখনও একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে না। তার ওই বক্তব্যের পর খেপে গিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ মিশ্রিত স্ট্যাটাস দেন। সেখানে তিনি জানান, শাকিবের সঙ্গে তার বিচ্ছেদ হয়নি। শুধু তাই নয়, গত ঈদে একসঙ্গে সময় কাটিয়েছেন তারা।