বৃহস্পতিবার- ২৩ জানুয়ারি, ২০২৫

ভোটারদের বিতরণের টাকা জব্দ, ঘুষ সাধলেন ম্যাজিস্ট্রেটকেও!

ভোটারদের বিতরণের টাকা জব্দ, ঘুষ সাধলেন ম্যাজিস্ট্রেটকেও!
print news

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া আসনের চিববাড়ী এলাকায় ভোটারদের বিতরণের জন্য নিয়ে যাওয়া ৫ লাখ টাকা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক করা হয়েছে মো. মঈনুল ইসলাম চৌধুরী নামে একজনকে। বিষয়টি ধামাচাপা দিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও ‍ঘুষ সাধেন তিনি।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন। আটক মঈনুল ইসলাম জিজ্ঞাসাবাদে চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের ঈগল প্রতীকের পক্ষে ভোটারদের বিতরণের উদ্দেশ্যে এসব টাকা নিচ্ছিলেন বলে জানান। যদিও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আটক ব্যক্তির জবানবন্দি অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, মোবাইল কোর্টের টিমকে দেখে পালাচ্ছিলেন ওই ব্যক্তি। ধাওয়া করে তাঁকে আটক করা হয় তাঁকে। তার সঙ্গে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিতরণের জন্য নিচ্ছিলেন বলে জানান। ঘুষ প্রস্তাবের তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা ৫ লাখ টাকা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা করার নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

ঈশান/খম/মউ

আরও পড়ুন

No more posts to show