মঙ্গলবার- ২১ জানুয়ারি, ২০২৫

মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫ কোটি টাকার ক্যাবল পাচার, আটক ৭

মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫ কোটি টাকার ক্যাবল পাচার, আটক ৭
print news

ক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ১৫ কোটি টাকার তামার ক্যাবল পাচারের সময় ৭ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার ( ৩১ আগস্ট) দুপুর ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসব ক্যাবল জব্দ করা হয় বলে জানায় বাংলাদেশ নৌ-বাহিনী। সূত্র জানায়, বিদ্যুৎ কেন্দ্রের ৪নং জেটিঘাট হতে প্রায় ১৫ কোটি টাকার তামার ক্যাবল পাচারের জন্য বার্জে উত্তোলনকালে ৪০ ফিট ৪টি কন্টেইনারসহ ৭ জনকে আটক করা হয়। ক্যাবলগুলো চট্টগ্রামস্থ কোম্পানি ইকবাল মেরিন সম্পূর্ণ অবৈধভাবে বিদ্যুৎ কেন্দ্র থেকে বের করে জেটি ঘাটে নিয়ে যায় বলে জানান নৌ-বাহিনী।

আরও পড়ুন :  চট্টগ্রামে গুদাম থেকে রেলের মূল্যবান সরঞ্জাম উধাও!

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর সূত্র জানায়, এই পাচার কাণ্ডে খোদ প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এবং প্রকল্পের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেনও জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঈশান/মখ/সুপ

আরও পড়ুন

No more posts to show