বৃহস্পতিবার- ১০ জুলাই, ২০২৫

যাত্রী স্বল্পতার কারণে চট্টগ্রাম-কলকাতা বিমান চলাচল বন্ধ

চট্টগ্রাম-কলকাতা বিমান চলাচল বন্ধ

রোগী নেই, তাই ভারতীয় ভিসা সেন্টারগুলোতে বাংলাদেশিদের ভিসা দেওয়া সীমিত হয়ে পড়েছে। এতে যাত্রী স্বল্পতার কারণে চট্টগ্রাম থেকে কলকাতা রুটের সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে এয়ারলাইন্সগুলো।

গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে কোনো বিমান চলাচল করছে না। ফলে ইতোপূর্বে যারা ভারতীয় ভিসা পেয়েছিলেন তাদের কেউ চট্টগ্রাম থেকে বিমানে কলকাতা যেতে পারছেন না।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রাম থেকে সপ্তাহে ছয়দিন কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করে আসছে ইউএস বাংলা। সাম্প্রতি যাত্রী না থাকায় চট্টগ্রাম থেকে কলকাতা ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে দেওয়া ঘোষণা মতে, বর্তমানে কিছু জরুরি ক্যাটাগরি ছাড়া বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রদান পুরোপুরি বন্ধ রয়েছে। বিশেষ বিবেচনায় জরুরি মেডিক্যাল ভিসা এবং ভারতে অধ্যায়নরত শিক্ষার্থী ভিসা ইস্যু করছে ভারতীয় ভিসা সেন্টারগুলো। সেক্ষেত্রেও সীমিত হয়ে পড়ে যাত্রী।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page