বৃহস্পতিবার- ২৩ জানুয়ারি, ২০২৫

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতের দূতরা আর প্রটোকল পাবেন না

গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

print news

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও আরবের মিশন প্রধানরা ঢাকায় যে বিশেষ প্রটোকল পেতেন তা আর পাবেন না। এছাড়া বিদেশি রাষ্ট্রদূতরা পতাকা উড়িয়ে চলাচল করতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

সোমবার (১৫ মে) গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন। রাষ্ট্রদূতদের প্রটোকল প্রত্যাহার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি আরও অনেকে এই সুযোগ চাচ্ছিলেন। এটা একটা প্রেস্টিজের বিষয়। আমাদের এত সম্পদ নেই যে, জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে সবাইকে বাড়তি প্রটোকল সুবিধা দেব। ৫৮ জন সবাই চান এই সুযোগ। আমরা এটা দিতে পারছি না। যার জন্য আমরা ঠিক করেছি কাউকে আর এ সুবিধা দেওয়া হবে না।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব রাষ্ট্রদূতের অতিরিক্ত সুবিধা প্রত্যাহার করা হয়েছে। কারণ উন্নত দেশে এ ধরনের সুবিধা কেউ দেয় না। এছাড়া আমাদের দেশে আইনশৃঙ্খলা এত খারাপ না যে, রাস্তায় গুলি করে মেরে ফেলে, শপিং মলে গুলি করে মেরে ফেলে- এরকম আমাদের দেশে অবস্থা নেই।

রাষ্ট্রদূতদের জন্য বিশেষ নিরাপত্তা সুবিধা প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, আমাদের ফোর্সগুলো প্রয়োজন, কারণ আমাদের মেট্রো ও পদ্মা সেতু চালু হয়েছে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেউ যদি চায় এই ফোর্স, তারা ভাড়া করতে পারবে অর্থের বিনিময়ে এবং এটি অন্য দেশেও আছে।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

এছাড়া রাষ্ট্রদূতরা পতাকা উড়িয়ে চলাচল করতে পারবেন না জানিয়ে মন্ত্রী বলেন, উন্নত দেশে কোনো রাষ্ট্রদূত পতাকা উড়িয়ে ভ্রমণ করেন না—আমেরিকা, যুক্তরাজ্য বা ইউরোপের কোনো দেশে। আমরা চিন্তা করছি, এ বিষয়টিও আমরা প্রত্যাহার করব।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক জানিয়েছিলেন, তারা আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে এখনো কিছু জানেন না। তবে তারা সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করবেন।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

আরও পড়ুন

No more posts to show