বুধবার- ২ জুলাই, ২০২৫

রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি রকি গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি রকি গ্রেপ্তার

ট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবিদ হাসান রকিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

রোববার (১৮ মে) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই আসামিকে চিহ্নিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে আটক করে।

সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার। তিনি জানান, আবিদ হাসান রকি দীর্ঘদিন ধরেই অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। তার অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, এ অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার। অভিযানে আরও অংশ নেন রাঙ্গুনিয়া মডেল থানার এসআই সোহেল রানা ও এসআই শাহিন। আভিযানিক দল রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর এলাকা থেকে রকিকে গ্রেপ্তার করে। আবিদ হাসান রকি মধ্যম সরফভাটা কোরবান আলী সওদাগরের বাড়ির নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ আরও জানায়, গত ১৩ নভেম্বর ২৪ইং তারিখে ইসমাত জাহান শাওন (১৩) নামে তার এলাকায় অবস্থিত সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ালেখা করত। দুপুরে স্কুলের মধ্যাহ্ন বিরতিতে ওই স্কুলছাত্রী বাড়ি গিয়েছিল। এরপর স্কুলে আসার পথে রকিসহ কয়েকজন বখাটে প্রকাশ্যে ওই ছাত্রীকে সিএনজি অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ সময় স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন এগিয়ে এলেও তাকে উদ্ধার করতে পারেনি।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page