Skip to content

সোমবার- ১৬ জুন, ২০২৫

রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নতুন কমিটি/ আজিজ সভাপতি, মঞ্জু সম্পাদক

রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নতুন কমিটি/ আজিজ সভাপতি, মঞ্জু সম্পাদক

ট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের নিয়ে বৈষম্য বিরোধী রাঙ্গুনিয়া প্রেসক্লাবের কমিটি গঠিত হয়েছে। এতে গোপন ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের দর্পনের রাঙ্গুনিয়া প্রতিনিধি মোহাম্মদ মন্জুরুল ইসলাম। 

এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভার ও দৈনিক আনন্দ বার্তা প্রতিনিধি মোহাম্মদ নেজাম উদ্দীন। গত ১২ই মে সোমবার রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী সদরে প্রেস ক্লাবের জরুরি সভা শেষে গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণ ও গণনা শেষে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ইব্রাহিম খলিল সাক্ষরিত ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং ৫ জন সাধারণ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয় দৈনিক ঢাকা টাইমস এর রাঙ্গুনিয়া প্রতিনিধি রাহাত উল্লাহ মামুন, সহসভাপতি নির্বাচিত হয় দৈনিক জনবানী প্রতিনিধি মোহাম্মদ ইদ্রিস। এছাড়া দৈনিক আজকের চট্টগ্রাম ও দৈনিক ঢাকা প্রতিনিধি জাকেরুল ইসলামকে যুগ্ন সাধারণ সম্পাদক, দৈনিক নতুন দিন প্রতিনিধি কামরুল ইসলামকে অর্থ সম্পাদক, দৈনিক বায়োজিদ প্রতিনিধি মুজিবুল্লাহ আহাদকে দপ্তর সম্পাদক, চট্টলা কণ্ঠ প্রতিনিধি মোহাম্মদ মোরশেদুল আলমকে প্রচার সম্পাদক, দৈনিক আমার বাংলার প্রতিনিধি আজিম উদ্দীন লাভলু, আলোকিত পাহাড়ে প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, দৈনিক বাংলাদেশ সমাচারের মোহাম্মদ জসিমকে কার্যকরী কমিটির নির্বাহী সদস্য এবং দৈনিক আমাদের সময় প্রতিনিধি অনিরুদ্ধ অপু, যায়যায়দিন প্রতিনিধি মীর খান মামুন, দৈনিক আশ্রয় প্রতিদিন প্রতিনিধি নাজিমুদ্দিন, দৈনিক বাংলাদেশ সংবাদ প্রতিদিন ও প্রথম প্রহর প্রতিনিধি মোহাম্মদ মীর জাহেদ জুলহাজ ও নন্দিন টিভির প্রতিনিধি মহিউদ্দীনকে সাধারণ সদস্য করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।  এর আগে সভায়

দৈনিক যায়যায়দিন এর চট্টগ্রাম ব্যুরো চিফ এবং দৈনিক শাহ আমানত ও আমাদের সময় প্রতিনিধি অনিরুদ্ধ অপুর বিরুদ্ধে উপজেলা ও থানা প্রশাসন বরাবরে চাঁদাবাজি, মাদক পাচার-সেবনসহ নৈতিকস্খলন জনিত নানা অভিযোগের বিষয়ে উত্থাপিত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বসম্মতিক্রমে কন্ঠভোটে তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর পুরো কমিটি বিলুপ্ত ঘোষণা করে গোপন ব্যালটে ভোট গ্রহণের মাধ্যমে নতুন কার্যকরি কমিটি ঘোষণা করা হয়।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page