
বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স অ্যান্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) বিকালে চট্টগ্রাম ক্লাবে রেল ঠিকাদারি সংগঠনটির উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বক্তারা রেলওয়ের ঠিকাদারদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, জটিলতা নিরসন কাজ শেষে বিল পরিশোধসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
সাপ্লাইয়ার্স সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফেরদৌস হুদা চৌধুরী, সহ-সভাপতি আকবর হোসেন, এনায়েত কবির, কোষাধ্যক্ষ মাসুদ হোসেন, পরিচালক সুজন কুমার দত্ত, পরিচালক গোলাম কিবরিয়া জগলু, পরিচালক দীলিপ কুমার দাশ, পরিচালক চৌধুরী সরাফত কবির।