মঙ্গলবার- ২১ জানুয়ারি, ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল পাঁচ শতাধিক স্থাপনা, নিহত ২

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল পাঁচ শতাধিক স্থাপনা, নিহত ২
print news

ক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে এনজিও অফিস ও বসতিসহ পাঁচ শতাধিক স্থাপনা। অগ্নিকাণ্ডে দুইজন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে।

উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ‍নিহত দু‘জন হলেন, কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ এর বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে বোরহান উদ্দিন (৬) এবং একই ক্যাম্পের বাসিন্দা আবুল খায়ের (৬৩)।

আরও পড়ুন :  চট্টগ্রামে গুদাম থেকে রেলের মূল্যবান সরঞ্জাম উধাও!

ওসি জানান,  মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে কুতুপালংয়ের লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লক থেকে আগুনের সূত্রপাত হয়। বিকেল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোহিঙ্গারা জানান, দুপুরে উখিয়ার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসতঘরে হঠাৎ আগুন লেগে যায়। এরপর ক্যাম্পটির আশপাশের বসতঘরসহ অন্যান্য স্থাপনায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে সেখানে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরও দুটি ইউনিট যোগ দেয়।

আরও পড়ুন :  চট্টগ্রামে গুদাম থেকে রেলের মূল্যবান সরঞ্জাম উধাও!

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ তানহারুল জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

No more posts to show