বৃহস্পতিবার- ২৩ জানুয়ারি, ২০২৫

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন না অপু বিশ্বাস!

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন না অপু বিশ্বাস!
print news

লতি বছরের শুরুর দিকে ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমাটিতে তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল। যে কারণে আট-দশ লাখ পারিশ্রমিক হাঁকানো এই অভিনেত্রী মাত্র ১০০ টাকায় সিনেমাটি করতে রাজি হন।

তবে শেখ হাসিনা সরকার পতনের পর সিদ্ধান্ত বদলের কথা জানালেন অপু বিশ্বাস। গত ফেব্রুয়ারি মাসে সিনেমাটি না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে সদ্য জানিয়েছেন অপু বিশ্বাস। অনেক আগেই সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানান তিনি। যদিও গণমাধ্যমে তা এ পর্যন্ত প্রকাশ হয়নি।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম সিনেমার প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেই। তবে গণমাধ্যমে জানানো হয়নি।’

উল্লেখ্য, অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। সরকারি অনুদানের সিনেমাটির মাধ্যমে প্রযোজনায় নাম লেখান তিনি।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show