পোশাককর্মী মো. রুবেল হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তার দুই ছেলের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাতে নিহত পোশাককর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর আদাবর থানায় এই হত্যা মামলা দায়ের করেছেন।
মামলায় আরও যাদের আসামি করা হয়েছে-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
আদাবর থানায় দায়ের করা এই হত্যা মামলায় এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ (এস আলম) ছাড়াও তার দুই ছেলে ইসলামী ব্যাংকের সদ্য সাবেক চেয়ারম্যান আহসানুল আলম মারুফ (৩০) ও আশরাফুল আলমসহ (২৮) মোট ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়াও আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ ছাত্রলীগের নেতাকর্মীকে।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু চন্দ্র বণিক।
তিনি জানান, মামলার এজাহারে উল্লেখ করা হয় গত ৫ আগস্ট আদাবর থানার রিং রোডে এক প্রতিবাদী মিছিলে গুলিবিদ্ধ হন পোশাককর্মী মো. রুবেল। পরবর্তী সময়ে তাকে গ্রিনরোড সেন্ট্রাল হসপিটালে নেওয়া হয়। এরপর সেখানকার চিকিৎসকরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠান। সোহরাওয়ার্দী হাসপাতালে অপারেশন পরবর্তী আইসিইউ স্বল্পতায় সিটি কেয়ার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট সকাল ১০টায় মারা যান রুবেল।