দেশ যখন বিজয়ের ৫৩ বছর পালন করছে, ঠিক তখনই সূদূর ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে টানটান উত্তেজনার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে বিজয় ছিনিয়ে এনেছে টাইগাররা। এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। বিশেষ এই দিনে দেশের মানুষের উৎসবের উপলক্ষ্যটা আরেকটু চওড়া হলো টাইগারদের এই শ্বাসরুদ্ধকর জয়ের সুবাদে।
ম্যাচের শুরু থেকেই ব্যাটারদের ব্যর্থতা আর দলের ছন্দপতন দেখে মনে হয়েছিল বিজয়ের দিনটা হয়তো টাইগাররা জয় দিয়ে রাঙাতে পারবে না। কিন্তু লড়াইটা যে শেষ পর্যন্ত এতটা শ্বাসরুদ্ধকর হবে তা হয়তো বেশিরভাগ মানুষই কল্পনা করতে পারেনি। জয়ের জন্য শেষ ৬ বলে ১০ রান লাগত ওয়েস্ট ইন্ডিজের। ক্রিজে রোভম্যান থাকায় স্বাগতিকদের আশা টিকে ছিল। কিন্তু তাকে থামিয়ে রুদ্ধশ্বাস এই জয় তুলে নেয় বাংলাদেশ।
জয়ের শেষটা দুর্দান্ত বোলিংয়ে রাঙিয়েছেন হাসান মাহমুদ। প্রথম বলে জোসেফ ১ রান নিলে স্ট্রাইকে আসেন রোভম্যান। অফস্টাম্পে ওয়াইড ঘেঁষে হাসান দ্বিতীয় বলটি করেন। কোনো উত্তর জানা ছিল না ক্যারিবীয়ান অধিনায়কের। পরের বল আবার একই জায়গায়। এবার আরেকটু ফুলার লেন্থে করেছিলেন। এবার রোভম্যানের ব্যাটে চুুমু খেয়ে যায় উইকেটের পেছনে লিটনের গ্লাভসে। সেখানেই ওয়েস্ট ইন্ডিজের জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। পঞ্চম বলে জোসেফকে বোল্ড করে ১৪০ রানে তাদেরকে অলআউট করেন হাসান।
৫ চার ও ৪ ছক্কায় ৩৫ বলে ৬০ রান করে রোভম্যান মাঠ মাতিয়ে হৃদয় জিতেছেন। কিন্তু জয়ের স্বাদ পেলেন না। ৭ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রোমাঞ্চকর এ ম্যাচের শেষ হাসিটা হাসছে বাংলাদেশ।