দীর্ঘ ছয় বছর পর ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মেয়েরা। এতোদিন পর মাঠে নামলেও ম্যাচে আসেনি কোনো ফলাফল। বৃষ্টির কারণে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছে।
আজ শনিবার কলম্বোর পি সারা ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ৩২ রান তুলতেই দুই উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার হার্শিদা সামাবিক্রমা গোল্ডেন ডাকের শিকার হয়ে ফেরেন প্যাভিলিয়নে। তাকে ফেরান পেসার জাহানারা আলম। আরেক ওপেনার বিস্মি গুণারত্নে ১১ রানে ফেরেন প্যাভিলিয়নে।
দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কার হাল ধরেন অধিনায়ক চামারী আতাপাত্তু। ৩৭ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। ইমেশা দুলানি ও নীলাক্ষী ডি সিলভা যথাক্রমে ১০ ও ২ রানে প্যাভিলিয়নে ফেরেন। পরে প্রাসাদি বিক্রাদি ৩০ রান করে শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের ভিত এনে দেন।
বৃষ্টির আগে কাভিশা দিলহারি ও ওশাদী রানাসিংহে যথাক্রমে করেন ৩০ ও ১৪ রান। বৃষ্টির আগে খেলা বন্ধ হওয়ার আগে তারা দুইজন অপরাজিত ছিলেন। বৃষ্টির আগে খেলা বন্ধ হওয়ার আগে স্পিনার নাহিদা আক্তার তিনটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন জাহানারা আলম, সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নেন।