মঙ্গলবার- ২১ জানুয়ারি, ২০২৫

সাকিবের জয়ে শিশিরের স্ট্যাটাস

সাকিবের জয়ে শিশিরের আবেগঘন স্ট্যাটাস
print news

খেলার মাঠে নয়, এবার রাজনীতির মাঠেও নিজেকে প্রমাণ করলেন ক্রিকেটার সাকিব আল হাসান। প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটে জিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব।

মাগুরা-১ আসনে সাকিবের বিজয়ে তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন স্ত্রী উম্মে শিশির। স্ট্যাটাসে সাকিবকে অভিনন্দন জানিয়ে শিশির লিখেছেন, ‘একটা নতুন শুরুর জন্য তোমাকে অভিনন্দন প্রিয় স্বামী। তুমি জীবনের প্রতিটা ক্ষেত্রেই বিজয়ী হয়েছিলে। যদিও আমি সেখানে ছিলাম না তবে আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল। মাগুরার লোকদের অসংখ্য ধন্যবাদ নিজেদের ঘরের ছেলেকে এতটা ভালোবাসা এবং সম্মান দিয়ে বরণ করার জন্য।’

আরও পড়ুন :  চট্টগ্রামে গুদাম থেকে রেলের মূল্যবান সরঞ্জাম উধাও!

সাকিবের জয়ে শিশিরের আবেগঘন স্ট্যাটাস

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন সাকিব। মাগুরা-১ আসনের ১৫২ কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের কাজী রেজাউল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৯৯৩ ভোট।

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

No more posts to show