চট্টগ্রামের অন্যতম বিনোদনকেন্দ্র ফয়স লেক সী-ওয়ার্ল্ডে রাইড দুর্ঘটনায় এক শিশুর অঙ্গহানি, গুম ও হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
আহত শিশুর মা সখিনা বেগম (৪৫) সোমবার ৩০ (সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন ঢাকা কনকর্ড সেন্টারের ফয়স লেক, কনকর্ড প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস.এম কামাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, মোহাম্মদ সাজ্জাদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সুলতান ওহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০২৩ সালে ফয়স লেক কনকর্ড সী-ওয়ার্ল্ডে রাইডে চড়তে গিয়ে এক শিশু তাঁর আঙুল হারায়। এ ঘটনার জেরে শিশুর অঙ্গহানি, গুম ও হুমকির অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, চেয়ারম্যান, এমডিসহ মোট পাঁচ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আদালত সিআইডিকে তদন্তের আদেশ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার এজাহার মতে ঘটনাটি ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারির।
এ দিন বাদীর শিশুপুত্র সাজ্জাদ হোসেন জয়, ভাতিজা মিয়াদ এবং বোনের ছেলে জিবরান বিনোদনের জন্য কনকর্ড সী ওয়ার্ল্ডে যায়। বাদীর ছেলে জয় ¯¬াইডিং রাইডে উঠে নিচে নামার সময় ¯¬াইডারের মাঝামাঝি ভাঙা ধারালো অংশে ডান হাতের বৃদ্ধা আঙুল কেটে গিয়ে ডান হাত থেকে স¤পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেই বুড়ো আঙুল ¯¬াইডারের ভাঙা অংশের সাথে ঝুলে থাকে।
তখন জয় চিৎকার ও কান্নাকাটি শুনে সী-ওয়ার্ল্ডের দায়িত্বরত ৪ ও ৫ নম্বর আসামি উপস্থিত হয়। এ সময় শিশুর চিকিৎসা ব্যবস্থা না করে অভিযুক্ত আসামিরা উল্টো গুম ও হুমকি প্রয়োগ করে।