মঙ্গলবার- ১১ ফেব্রুয়ারি, ২০২৫

হত্যার নীলনকশা, ব্যারিস্টার সুমনের জিডি

হত্যার নীলনকশা, ব্যারিস্টার সুমনের জিডি
print news

বিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার নীলনকশা তৈরি হয়েছে। কয়েকজন পেশাজীবী কিলার ভাড়া করা হয়েছে। এ ঘটনায় থানায় জিডি করেছেন ব্যারিস্টার সুমন।

রোববার (৩০ জুন) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এসব তথ্য জানান ব্যারিস্টার সুমন।

ব্যারিস্টার সুমন বলেন, সম্প্রতি আমার থানার ওসি আমাকে ফোন দেন। আমি তার সঙ্গে দেখা করি। দেখা হলে তিনি আমাকে তার মোবাইলে থাকা একটি ক্ষুদে বার্তা দেখান। এরপর ওই বার্তায় থাকা একটি নম্বরে কল দেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

কল দিয়ে আমার সঙ্গে কথা বলিয়ে দেন। যার সঙ্গে কথা বলিয়ে দেন তিনি একজন পেশাদার খুনি। ওই পেশাদার খুনি আমাকে বলেন আমার বাড়ি সিলেটে। আমি আপনার সম্পর্কে জানি। আপনাকে খুনের পক্ষে আমি না।

সুমন আরও বলেন, যার সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে খুনের পক্ষে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমাকে খুনের নীলনকশা পুলিশ জানলেও তারা ব্যবস্থা নিলো না কেন? আমাকে কেন জিডি করতে হলো।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

সুমন প্রশ্ন করেন, পুলিশ কি করে। তাদের কি কোনো দায়িত্ব নাই। আমি তো আর সাধারণ কোনো মানুষ না। একজন সংসদ সদস্য। আমাকে হত্যার হুমকির পরেও পুলিশ কোনো ব্যবস্থা নিলো না। আমাকেই জিডি করতে হলো।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show
error: Content is protected !!