বুধবার- ৩০ এপ্রিল, ২০২৫

হাসান মাহমুদের বিরুদ্ধে এবার ডাকাতির মামলা দায়ের

এখন ঋণখেলাপি হবে পলাতক হাছান মাহমুদ ও তার স্ত্রী

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদসহ ১১৬ বিরুদ্ধে এবার চাঁদাবাজি ও ডাকাতির মামলা দায়ের করেছে মোহাম্মদ নাজিম উদ্দিন নামে রাঙ্গুনিয়ার এক বাসিন্দা। সোমবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলার আবেদনটি গ্রহণ করে আদালত সরাসরি থানা মামলা হিসাবে গ্রহণ করতে রাঙ্গুনিয়া থানাকে নির্দেশ দেয়। মামলা বাদী মোহাম্মদ নাজিম উদ্দিন রাঙ্গুনিয়া ১৩নং ইসলামপুর ৮নং ওয়ার্ডের বাচুর মোহাম্মদ পাড়ার বাসিন্দা। মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদা দাবি, মারধর ও ডাকাতরি অভিযোগ আনা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, চলতি বছরের গত আগস্টের ২ তারিখের ঘটনা। ঘটনাস্থল চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাস্থ কেবিসি ব্রিকফিল্ড ও তৎসংলগ্ন মামলার বাদীর বসতবাড়ি। ঘটনার দিন বিকাল সাড়ে ৪ টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র বাদী বাড়িতে হানা দেয় আসামিরা।

প্রতিবাদ করলে বাদীকে মারধর করে আসামিরা। পরে ঘর ভাঙচুর করে স্টীলের আলমিরা ভেঙে ১ লাখ টাকা, বাদীর বউয়ের ৫ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায় এবং বাদীর কাছ থেকে ৫ লাখ দাবি করা হয়। চাঁদা না দিলে জানে মেরে ফেলার হুমকি দেয় আসামিরা। পরে ১ লাখ টাকা চাঁদা দিয়ে আসামির কাছ থেকে কোন রকম রক্ষা পায় বলে অভিযোগে উল্লেখ করা হয় মামলা এজাহারে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page