মঙ্গলবার- ১১ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রাম ডিসি পার্কে সংঘর্ষ

২৩ ঘণ্টা পর প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

২৩ ঘণ্টা পর প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
print news

ট্টগ্রাম ডিসি পার্কে নিরাপত্তাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনায় ডাকা কর্মবিরতি প্রায় ২৩ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছেন চট্টগ্রামের প্রাইভ মুভার ও ট্রেইলার শ্রমিকরা। চার দফা দাবিতে মঙ্গলবার দিনগত রাত ৯টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা। এতে স্থবির হয়ে পড়ে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

তবে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের কথা জানান চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ স¤পাদক মো. কায়েস চৌধুরী।

তিনি বলেন, আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। আমাদের আহত শ্রমিকদের জেলা প্রশাসন আর্থিক সহযোগিতা করবে। ডিসি পার্ক বন্ধ থাকবে। আর গ্রেপ্তারের বিষয়ে আমাদের একটি অভিযোগ করতে বলেছেন। অভিযোগ করার দুই বা পাঁচ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। এ বিষয়ে আমাদের নেতৃবৃন্দ এটি নিয়ে বিফ্রিং দেবেন। তারপর সবকিছু চালু হবে।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

মঙ্গলবার রাতে চট্টগ্রাম ডিসি পার্ক এলাকায় ট্রাক ও লরি রাখায় বাধা পেয়ে হামলা চালায় প্রাইম মুভার ও ট্রেইলার চালকরা। এ সময় পার্কের গেট, টিকিট কাউন্টারসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। মারধর করা হয় পার্কে আসা দর্শনার্থী ও নিরাপত্তাকর্মীদের।

এ ঘটনায় ওইদিন রাত ৯টা থেকে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহি যানবাহন চলাচলের মোড় খ্যাত সল্টগোলা ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করে প্রাইম মুভার ও ট্রেইলার চালকরা। বুধবার সন্ধ্যা পর্যন্ত এ কর্মবিরতি চালিয়ে যান তারা। এতে দীর্ঘ যানজট লেগে সড়কে জনদুর্ভোগ চরমে পৌঁছে।

শ্রমিকদের দাবি, মঙ্গলবার রাতে ফৌজদারহাটের ডিসি পার্কে বিএম ডিপোর এক প্রাইম মুভার চালক ও সহকারীদের মারধর করেন পার্কের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা। পরে শ্রমিকরা এর প্রতিবাদ করলে তাদের কয়েকজন শ্রমিককে আটকে রাখা হয়। যারা হামলা করেছে তাদের বিচারসহ চার দফা দাবি পূরণ না হলে তারা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করবেন না এবং চট্টগ্রাম বন্দরে কোনো গাড়ি ঢুকতে দেবেন না।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

শ্রমিকদের চার দফা দাবি হলো শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা, আহতদের চিকিৎসা ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা, ডিসি পার্কে প্রবেশের বিকল্প পথ ব্যবস্থা করা এবং সড়কে শ্রমিকদের সার্বিক নিরাপত্তা প্রদান।

এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, হঠাৎ এই কর্মবিরতির ফলে আমদানি ও রপ্তানিকারকরা ক্ষতির সম্মুখীন হতে পারেন। দ্রুত এর সমাধান করা না গেলে কনটেইনার জটের শঙ্কা তৈরি হবে।

এদিকে ডিসি পার্কের নিরাপত্তারক্ষীরা জানান, এক সময় মাদকের আখড়া ছিল চট্টগ্রাম ফৌজদারহাট এলাকার এই ডিসি পার্ক। ২০২৩ সালের জানুয়ারি মাসে তৎকালীন জেলা প্রশাসক ১৯৪ একরের এই মাদকের আঁখড়া দখলমুক্ত করে চট্টগ্রাম ডিসি পার্ক হিসেবে গড়ে তোললেও প্রাইম মুভার চালকরা তাদের গাড়ি রেখে স্টেশন বানিয়ে রাখে।

মঙ্গলবার দিনগত রাত ৯টার দিকে ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি রাখাকে কেন্দ্র করে দর্শনার্থীদের সঙ্গে চালক ও সহকারীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে কিছু লরি-ট্রাক চালক শ্রমিক হামলা চালিয়ে পার্কের গেট, টিকিট কাউন্টার এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। সেই সাথে নিরাপত্তাকর্মীদেরও মারধর করে।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

এরপর উল্টো রাত সাড়ে ৯টার দিকে শত শত ট্রাক, প্রাইম মুভার চালকরা সড়কে মিছিল সহকারে নেমে আসেন। এ সময় তারা সল্টগোলা ক্রসিং এলাকায় রাস্তার উভয় পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেন। অনেক চালকের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নেয় তারা। এই এলাকায় চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও টেইলার শ্রমিক ইউনিয়নের কার্যালয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ বলেন, ডিসি পার্কে যারা হামলা করেছে তাদের শনাক্ত করা হচ্ছে। এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

ঈশান/খম/মসু

আরও পড়ুন

No more posts to show
error: Content is protected !!