বৃহস্পতিবার- ১৬ জানুয়ারি, ২০২৫

৪৯৩ উপজেলা চেয়ারম্যান, ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ

৪৯৩ উপজেলা চেয়ারম্যান, ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ
print news

ওয়ামী সরকারের আমলে সারা দেশে নির্বাচিত ৪৯৩ উপজেলা চেয়ারম্যান ও ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

রোববার (১৮ আগস্ট) উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রকাশ হয় সোমবার (১৯ আগস্ট) সকালে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩(ঘ) প্রয়োগ করে বাংলাদেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানদের স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো। চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন।

একইভাবে আরেক প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অপসারণ করা উপজেলা চেয়ারম্যানদের তালিকা দেখতে এখানে ও মেয়রদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

জনপ্রিয়