বৃহস্পতিবার- ৩০ অক্টোবর, ২০২৫

অর্থ পাচারের দায়ে এয়ার এরাবিয়ার ফ্লাইট থেকে যাত্রী গ্রেফতার

অর্থ পাচারের দায়ে এয়ার এরাবিয়ার ফ্লাইট থেকে যাত্রী গ্রেফতার

ট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের শারজাহগামী এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট থেকে প্রায় ২২ লাখ টাকার দেশি-বিদেশি মুদ্রাসহ আব্দুল মজিদ নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে বিমানবন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ, কাস্টমস, ডিজিএফআই-এনএসআইয়ের যৌথ টিম।

সোমবার (২৮ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি জানান, আব্দুল মজিদ শারজাহগামী এয়ার এরাবিয়া ফ্লাইটের যাত্রী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

আরও পড়ুন :  চট্টগ্রামে মধ্যরাতে গোলাগুলিতে প্রাণ গেল যুবদলকর্মীর

রোববার দিনগত রাত ৮টার দিকে বিমানবন্দরে পৌঁছান তিনি। ব্যাগেজ স্ক্যানিং পয়েন্টে আচরণ সন্দেহজনক মনে হলে মজিদকে আটক করা হয়। পরে তার লাগেজ তল্লাশি করে ঘোষণা বহির্ভূত প্রায় ২২ লাখ টাকার দেশি-বিদেশি মুদ্রাগুলো পাওয়া যায়। যা জব্দ করা হয়েছে।

জব্দ করা মূদ্রাগুলোর মধ্যে রয়েছে ৪ হাজার ৭০০ মার্কিন ডলার, সংযুক্ত আরব-আমিরাতের ৪৭ হাজার ৮৮৫ দিনার, ৩ হাজার ৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমান দিনার এবং বাংলাদেশি ৩৬ হাজার টাকা। সব মিলিয়ে ২২ লাখ টাকার দেশি-বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন :  চট্টগ্রামে মধ্যরাতে গোলাগুলিতে প্রাণ গেল যুবদলকর্মীর

এ ঘটনায় আব্দুল মজিদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশে মুদ্রা পাচারের চেষ্টার অভিযোগ এনে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় মামলা করেছেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ তাকে চট্টগ্রামের আদালতে প্রেরণ করেছে।

ঈশান/মখ.মউ

আরও পড়ুন

You cannot copy content of this page