বৈষম্যবিরোধী আন্দোলনের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে। শেখ হাসিনার পদত্যাগের পর দিনই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে জাতীয় সংসদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পরিবর্তন আসবে কি না, এখন চলছে এমন আলোচনা।
সংসদ বিলুপ্তির দিনই দেশের ক্রিকেট প্রশাসন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইমরুল কায়েস। রাতে বিস্ফোরক অভিযোগ করলেন রুবেলও। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুবেল লিখেছেন, ‘গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করা হয়েছে। এর নেপথ্যে থাকা ব্যক্তিরা এখন বলতেছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে।’
বাংলাদেশের প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন গত বছরের মার্চে। হাথুরু ফেরার পর মেজর টুর্নামেন্টে বাংলাদেশের ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে।হাথুরুর দিকে অভিযোগের আঙুল তুলে রুবেল বলেছেন,’একইভাবে চন্ডিকা হাথুরুসিংহেসহ তাঁর অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চাই না।’
আন্তর্জাতিক ক্রিকেটে রুবেল সবশেষ খেলেছেন ৩ বছর আগে। ২০২১ সালের ১ এপ্রিল অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির পর বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি তাঁকে। ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএলের মতো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেই শুধু রুবেলকে এখন দেখা যায়। রুবেলের মতো একই অবস্থা ইমরুলেরও। বিসিবির প্রতি ইমরুলের অনুরোধ তরুণেরা যেন প্রশাসনে আসেন।
ঈশান/মখ/মউ
You cannot copy content of this page