আত্নরক্ষার কৌশল হিসেবে মার্শাল আর্ট শিখছে চট্টগ্রাম জেলা পুলিশ। মাঠ পর্যায়ে পুলিশের হাতে ভারী অস্ত্র থাকবে না, অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর এমন বক্তব্যের পর মার্শাল আর্ট শেখার উদ্যোগ নেয় চট্টগ্রাম জেলা পুলিশ
বুধবার (১৮ জুন) দুপুরে এমন তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। মঙ্গলবার (১৭ জুন) বিকাল সাড়ে ৩টায় তিনি চট্টগ্রাম পুলিশ লাইন্স সিভিক সেন্টারে মার্শাল আর্ট কোর্সের উদ্বোধন করেন।
তিনি বলেন, মার্শাল আর্ট আত্মরক্ষার জন্য অত্যন্ত কার্যকর ও প্রয়োজনীয় একটি কৌশল। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে পুলিশের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা আবশ্যক। সেই লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে “আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স” আয়োজন করা হয়েছে।
এই প্রশিক্ষণ কোর্সে জেলা পুলিশের ৪০ জন অফিসার অংশ নেন। পর্যায়ক্রমে চট্টগ্রাম জেলা পুলিশের সকল কর্মরত পুলিশ সদস্যদের এই প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মাধ্যমে তাদের কর্মস্পৃহা যেমন বাড়বে, তেমনি আত্মবিশ্বাসও দৃঢ় হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা পুলিশ সদস্যদের সরকারি দায়িত্ব পালনে সহায়ক হবে এবং আইনি সহায়তা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে “Chittagong Chinese Martial Art Wushu Academy”–এর প্রধান প্রশিক্ষকসহ একাধিক প্রশিক্ষক ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা পুলিশের এই প্রশিক্ষণ উদ্যোগ প্রশংসনীয় হিসেবে বিবেচিত হচ্ছে, যা পুলিশ বাহিনীর পেশাগত দক্ষতা ও আত্মরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
You cannot copy content of this page