ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির আর্থিক অবস্থা এতটাই ভয়াবহ যে, এখন তারা সরাসরি আমানতকারীদে জমা দেয়া টাকা ভেঙে কর্মীদের বেতন দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের এক নথিতে এই তথ্য মিলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকটির ঋণ ও বিনিয়োগ থেকে আয় (অপারেটিং ইনকাম) এতটাই কম যে, তা দিয়ে অপারেটিং খরচ তো দূরের কথা বেতনই পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ ব্যাংকের নথি অনুযায়ী, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির অপারেটিং ইনকাম ঋণাত্মক ৪ হাজার ৩০৮ কোটি টাকা, আর বেতন-ভাতা ব্যয় দাঁড়ায় ৬৫২ কোটি টাকা।
অর্থাৎ কর্মীদের বেতন আমানতকারীদের টাকা থেকে দেওয়া হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।
ঈশান/খম/সুম
You cannot copy content of this page