দক্ষিণ ফ্রান্সের শহর কানে শুরু হয়েছে ৭৮তম ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’। এ উৎসবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত হয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা।
তিনি অংশ নিচ্ছেন ‘ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন’ বিভাগে যেখানে বিশ্বজুড়ে নারীর নেতৃত্ব, প্রতিনিধিত্ব ও শিল্পে অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে। বর্ষার সঙ্গে আলোচনায় থাকবেন ইসাবেল, মারিয়ানি ও নোরা আরমানি।
তবে এটা বর্ষার জন্য চলচ্চিত্র উৎসবটিতে প্রথমবারের মতো যাওয়া নয়। এটা এই অভিনেত্রীর দ্বিতীয়বার কানে অংশগ্রহণ। এর আগে ২০২২ সালে স্বামী অনন্ত জলিলের সঙ্গে উৎসবটিতে উপস্থিত ছিলেন তিনি।
বর্ষা জানিয়েছেন, তিনি এই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের চলচ্চিত্র, নারীর অবস্থান ও সম্ভাবনা নিয়ে কথা বলবেন।
দীর্ঘ বিরতির পর বড় পর্দায় বর্ষার সর্বশেষ কাজ ছিল ‘কিল হিম’।
বর্তমানে এই অভিনেত্রী ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার শুটিং করছেন। ইতোমধ্যে ছবির আশি শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানা গেছে। কান থেকে ফিরে সিনেমাটি নিয়ে আপডেট দেবেন বলে জানিয়েছেন বর্ষা।