বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং জাতীয় ক্রিকেট দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল স্ট্রোক করেছেন। শুক্রবার (৫ জুলাই) দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়েছে।
নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, ‘নাফিসকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। তার মাইনর স্ট্রোক হয়েছে। ঢাকায় বাংলাদেশ স্পেশেলাইজড হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে নাফিস ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। বাংলাদেশের হয়ে সাদা পোশাকে সেঞ্চুরিও করেছেন তিনি, এছাড়াও ওয়ানডেতে তাঁর রয়েছে দুইটি ফিফটি।
নাফিস জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ভাইয়ের ছেলে এবং জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই তিনি।
You cannot copy content of this page