মঙ্গলবার- ১ জুলাই, ২০২৫

রাঙ্গুনিয়ায় গাছের উপর কিশোরী, আগুন দিয়ে নামাল গাউছিয়া কমিটি

গাছের উপর মানসিক ভারসাম্যহীন কিশোরী, ৭ ঘণ্টা পর উদ্ধার

রাঙ্গুনিয়ায় আম গাছের উপরে উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন কিশোরী শিরিন আক্তার (১৩)। দুপুর থেকে দীর্ঘ প্রচেষ্টায়ও তাকে নামানো যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় গাউসিয়া কমিটির মানবিক টিমের সদস্যরা এসে রাতে আগুন দিয়ে সুস্থভাবে নামিয়ে আনলো কিশোরীটিকে।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর সাদেকনগর এলাকায়। কিশোরীর বাড়ি পাশ্ববর্তী রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ৯নং ওয়ার্ড সুগারমিল আদর্শ গ্রামে।

বুধবার (১৪ মে) এ তথ্য জানান গাউসিয়া কমিটির মানবিক টিমের সদস্য মো. শাহজাহান। তিনি বলেন, মেয়েটিকে মানসিক ভারসাম্যহীন। মেয়েটিকে উদ্ধার করার জন্য কেউ সাহস পাচ্ছিল না। আমরা আগুন জ্বালিয়ে এবং বিভিন্ন কোরআনি চিকিৎসা দিয়ে অবশেষে উদ্ধার করতে সক্ষম হয়েছি। বর্তমানে মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই কথা বলেছেন রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের অপারেশন ইনচার্জ চাচনো মারমা। তিনি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এরপর বিভিন্ন কৌশলে মেয়েটিকে সুস্থভাবে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। মেয়েটি মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে।

এর আগে গাছের উপর একটি মেয়ে বসে আছে এমন খবর চারদিকে ছড়িয়ে পড়লে ঘটনাটি দেখতে শতশত মানুষ ঘটনাস্থলে ভিড় করতে দেখা যায়।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলম জসিম বলেন, আমরা জানতে পারি মানসিক সমস্যায় জর্জরিত মেয়েটি বেশ কয়েকদিন ধরে রাঙ্গুনিয়ায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলো। প্রায়শই ঘর থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়ায়। একইভাবে মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে দীর্ঘ পথ পেরিয়ে ইসলামপুর ছাদেক নগর এলাকায় আসে। প্রথমে গাছের গোড়ায় বসে থাকলেও সকলের অগোচরে দুপুরে উপরে উঠে পড়ে।

এরপর থেকে তাকে নামাতে স্থানীয়রা বেশ চেষ্টা চালায়। রাতের দিকে খবর পেয়ে এতে যোগ দেন ফায়ার সার্ভিস ও গাউসিয়া কমিটির মানবিক টিম। খবর পেয়ে গাছের উপরে উঠা একটি মেয়েকে আগুন জ্বালিয়ে নামানোর প্রচেষ্টা চালায়। পরে দীর্ঘ ২ ঘন্টা প্রচেষ্টায় মেয়েটিকে গাছের উপর থেকে নামানো সম্ভব হয়েছে। সবমিলিয়ে মেয়েটি ৭ ঘন্টা গাছের উপর ছিল।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page