চট্টগ্রামে ১৩ বছরের এতিম এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দু‘জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে নগরীর চান্দগাঁও থানার গোলাম আলী নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু‘জন হল- মো. হাসনাইন (২১) ও মো. আকবর (২৫)। তাদের দুজনের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় বসবাস করেন তারা।
পুলিশ জানায়, ঘটনার শিকার কিশোরীর বয়স ১৩ বছর। এতিম মেয়েটি চান্দগাঁও এলাকায় বোনের বাসায় থাকেন। গৃহকর্মীর কাজ করেন। প্রতিবেশি হাসনাইনের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কিশোরীকে বাসার সামনে থেকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায় হাসনাইন।
তাকে চান্দগাঁও থানার গোলাম আলী নাজিরপাড়া এলাকায় আকবরের বাসায় আটকে রেখে তিন দিন ধরে একাধিকবার ধর্ষণ করে। ছাড়া পেয়ে রোববার (২৩ ফেব্রুয়ারি) ওই কিশোরী চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দু‘জনকে আসামি করে মামলা করেন। অভিযোগ পেয়েই পুলিশ অভিযান চালিয়ে হাসনাইন ও আকবরকে গ্রেফতার করে।
চান্দগাঁও থানার ওসি আফতাব আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই ধর্ষক কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
You cannot copy content of this page