শুক্রবার- ২৪ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামে ওমান প্রবাসি সিআইপি ইয়াছিন চৌধুরীর বাসভবনে অগ্নিসংযোগ

চট্টগ্রামে ওমান প্রবাসি সিআইপি ইয়াছিন চৌধুরীর বাসভবনে অগ্নিসংযোগ

ট্টগ্রামের রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর আস্থাভাজন ও ওমান প্রবাসী ব্যবসায়ী সিআইপি ইয়াছিন চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীরা জানান, সোমবার বেলা পৌনে ১১ টার দিকে ২০টি মোটরসাইকেলযোগে ৫০-৬০ জন দুর্বৃত্ত তার বাড়িতে গিয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে দেয়৷ পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন :  কমিউিনিটি সেন্টারের ভাড়ার খড়গ সিআরবির শিরীষতলায়

অগ্নিসংযোগের সময় সিআইপি ইয়াছিন চৌধুরীর বাড়িতে তার কেয়ার টেকার মোস্তফা ছাড়া আর কেউ ছিল না।

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা শামসুল আলম বলেন, একটি বাসা বাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যদের পাঠিয়েছি। পরে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

রাউজান থানার এসআই নাফিজুল ইসলাম বলেন, সিআইপির বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে এখনো বিস্তারিত পাওয়া যায়নি।

আরও পড়ুন :  শপথ নিলেন চাকসুর নির্বাচিতরা

তবে প্রবাসী ইয়াসিন চৌধুরী জানান, রাউজানের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল হকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এসময় কয়েকজনকে আহত করার পাশাপাশি ঘর থেকে অনেক মূল্যবান জিনিস লুটপাট করেছে তারা। এই ঘটনার পর তিনি এবং অন্যান্য প্রবাসীরা জীবন,বাড়িঘর ও সম্পদের নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

প্রসঙ্গত, ইয়াছিন চৌধুরী রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর আস্থাভাজন ও ওমান প্রবাসী ব্যবসায়ী। তিনি রাউজান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। এছাড়া রাউজানে ঠিকাদারি ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছেন তিনি। বিগত সরকারের সময়ে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে একাধিকবার সিআইপি খেতাব পান ইয়াসিন চৌধুরী।

আরও পড়ুন :  ঘষামাজা করে চসিকের ৪০ কোটি টাকা কর ফাঁকি, প্রমাণ পেল দুদক

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page