চট্টগ্রামে করোনা ও ডেঙ্গুর প্রকোপের মধ্যে প্রথমবারের মতো শনাক্ত হলো জিকা ভাইরাসও। শনাক্তদের একজন নারী ও একজন পুরুষ। দুজনেরই বয়স ৪২ বছরের কাছাকাছি।
মঙ্গলবার (৮ জুলাই) তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সোমবার চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি ল্যাবরেটরিতে তাদের শরীর থেকে সংগ্রহ করা নমুনায় জিকা ভাইরাসের প্রাথমিক উপস্থিতি শনাক্ত হয়।
নমুনা পরীক্ষায় একটি কম্বাইন কিট ব্যবহার করা হয়েছিল, যা একাধিক ভাইরাস শনাক্তে সক্ষম। তবে আরও নিশ্চিত হতে আরও কিছু পরীক্ষা প্রয়োজন, যা আইডিসিআরের নির্দেশনায় করা হবে।
তিনি বলেন, বাংলাদেশে প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয় ২০১৪ সালে। তবে চট্টগ্রামে এবারই প্রথম এর উপস্থিতি ধরা পড়ল, যা জনস্বাস্থ্যের জন্য নতুন এক সতর্কবার্তা।
চিকিৎসকদের মতে, জিকা ভাইরাস ডেঙ্গু বা চিকুনগুনিয়ার মতোই এডিস মশার মাধ্যমে ছড়ায়। যদিও ডেঙ্গুর মতো তীব্র জীবনঝুঁকি নেই, তবে গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই ভাইরাস মারাত্মক হতে পারে। জিকায় আক্রান্ত গর্ভবতী মায়ের অনাগত শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে।
You cannot copy content of this page