শুক্রবার- ৩০ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামে খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা কাল

চট্টগ্রামে খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা কাল

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে চট্টগ্রামে নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে নগরীর কাজীর দেউড়ি এলাকায় আলমাস সিনেমা হল সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানান চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর স¤পাদক মোহাম্মদ ইদ্রিস আলী।

আরও পড়ুন :  এনসিটি ইজারা নিয়ে উত্তাল চট্টগ্রাম বন্দর

তিনি জানান, নাগরিক শোকসভায় চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকবৃন্দ, বুদ্ধিজীবী, পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করবেন।

শোকসভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি নগরবাসীকে উক্ত শোকসভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে পাহাড় কেটে ভবন বানাচ্ছে বিপিসি!

ঈশান/খম/মথ

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page