
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকায় অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানে জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। আগামি ৫ আগস্ট সারাদেশের সাথে একযোগে এই স্মৃতিস্তম্ভের উদ্বোধন হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-তরুণদের সাহসিকতা ও আত্নত্যাগ আমাদের ইতিহাসের গর্ব। তাঁদের আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে ও স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।
তিনি বলেন, বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে জুলাই বিপ্লব-এর চেতনাকে অন্তরে ধারণ করতে হবে। কারণ এই চেতনা শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি একটি মূল্যবোধ-যেখানে গণতন্ত্র, মানবতা ও সাম্যের জন্য ছাত্র-জনতার আত্নত্যাগ রয়েছে।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের মর্যাদা সমুন্নত রাখার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে। আহতদের দায়দায়িত্ব সরকার নিচ্ছে বা নিয়েছে। জুলাইয়ে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা চট্টগ্রামে সরকারি হসপিটালের পাশাপাশি দুই-তিনটা প্রাইভেট হাসপাতালও প্রস্তুত রেখেছি। সরকারি হাসপাতালে সম্ভব না হলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। দেশে চিকিৎসা সম্ভব না হলে বিদেশে পাঠানো হবে। এই চিকিৎসার সব ধরনের খরচ সরকার বহন করবে। এর বাইরে তাদের নগদ অর্থসহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহিদ ফয়সাল আহমেদ শান্তর মা কোহিনূর বেগম, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।