শনিবার- ৬ সেপ্টেম্বর, ২০২৫

মে দিবসের অনুষ্ঠান ঘিরে

চট্টগ্রামে রেলওয়ে শ্রমিক লীগের দু‘পক্ষের সংঘর্ষ

মহান মে দিবসের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষে জড়িয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের শ্রমিক লীগের দুই পক্ষ। এ সময় ছুরিকাঘাতে মিজানুর রহমান নামে রেলওয়ে নিরাপত্তা বহিনীর এক সদস্য আহত হয়েছেন।

সোমবার (১ মে) বেলা ১১টার দিকে নতুন রেলওয়ে স্টেশনে অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। হত মিজান সদরঘাট থানাধীন কামাল গেট পূর্ব মাদারবাড়ি এলাকার বাসিন্দা।

জানা গেছে, রেলওয়ে শ্রমিক লীগের সিরাজ গ্রুপ এবং অলিউল্লাহ সুমন গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মতোবিরোধ চলছিল। মে দিবস উপলক্ষে দুই গ্রুপই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। নতুন রেল স্টেশনে সিরাজ গ্রুপের আয়োজনে অনুষ্ঠান চলাকালীন সময়ে পাশ দিয়ে মিছিল নিয়ে যায় অলিউল্লাহ সুমন গ্রুপ। এসময় উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হলে বিবাদে জড়ায় তারা।

আরও পড়ুন :  চবির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে চিহ্নিত ৯ অস্ত্রধারী

রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, টাইগার পাস মোড়ে উপমন্ত্রীর সমাবেশে যোগ দেওয়ার জন্য আমরা আমাদের কর্মসূচি সংক্ষিপ্ত করেছিলাম। পুরাতন স্টেশন থেকে মিছিল নিয়ে নতুন স্টেশনে গিয়েছিলাম সেখান থেকে বাসে করে টাইগার পাস মোড়ে যাওয়ার জন্য। নতুন স্টেশনের গেইটের সামনে আমি বক্তব্য রাখার সময় পেছন থেকে ওয়ালী উল্লাহ সুমন, আজমলের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে একটি মিছিল আসে। পাশ দিয়ে যাওয়ার সময় তারা আমাদের মিছিলে থাকা মিজানুর রহমানের উরুতে ছুরিকাঘাত করে।

আরও পড়ুন :  বিএনপির অনুষ্ঠানে লীগ-ঘনিষ্ঠ অপু বিশ্বাস, যা বললেন পরীমনি

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজাহারুল করিম বলেন, মে দিবস উপলক্ষে রেলওয়ে শ্রমিক লীগের একটি পক্ষ শ্রমিক নেতা সিরাজুল ইসলামের নেতৃত্বে মিছিল করে স্টেশনের পার্কিং এলাকায় সমাবেশ করছিল। এসময় অপর একটি গ্রুপ তাদের ওপর হামলা চালালে কয়েকজন আহত হন।

আরও পড়ুন