রবিবার- ২০ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে সমন্বয়ক রাসেল ও মাসউদকে অবরুদ্ধ করে হামলা

চট্টগ্রামে সমন্বয়ক রাসেল ও মাসউদকে অবরুদ্ধ করে হামলা

ট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ও মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদকে অবরুদ্ধ করে হামলা চালিয়েছে ‘ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাং‘। শনিবার (১১ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম ওয়াসার মোড়ের একটি অফিসে এ ঘটনা ঘটেছে।

রাসেল আহমেদ দাবি করেন, জুলাই ঘোষণাপত্র বিতরণের সময় ওয়াসা মোড়ে একটি অফিসে যান তারা। এ সময় ‘ডট গ্যাং’ সদস্যরা তাদের অবরোধ করে। একপর্যায়ে তারা হামলা চালায়।‘ ডট গ্যাং’ ছাত্রলীগ নিয়ন্ত্রিত বলে দাবি করেন তিনি।  সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করতে অনেকেই বাধা দিচ্ছে, অনেকেই ষড়যন্ত্র করছে। আমরা কোনও ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবো না। সব ষড়যন্ত্র মোকাবিলা করবো ইনশাআল্লাহ।

এর আগে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভা, জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকাল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ ও জনসংযোগ শুরু করেন তারা। পরে পথসভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদ।

এতে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেন, ‘জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আমরা সরকারকে আল্টিমেটাম দিয়েছি। আশা করি সরকার ১৫ জানুয়ারির মধ্যেই জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করবে। জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে আগ্রগামী ভূমিকা রাখবে। দেশি-বিদেশি অনেক শক্তি চায় না জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হোক।’

ঈশান/মখ/মসু

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page