শুক্রবার- ৫ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ, আশঙ্কাজনক ৪

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে ইসলামী ব্যাংক হাসপাতালের ভবনে সেফটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর তিনটার দিকে  এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ফাহাদ (২০), জহির (২৮), মাসুম (৩০) ও নয়ন (৩১)। বাকি একজনের নাম জানা যায়নি।

আরও পড়ুন :  আমানত থেকে কর্মীদের বেতন দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক!

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উদয়ন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কন্ট্রোল রুমে সেফটিক ট্যাংক বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছিল। তবে সেখানে আহতদের পাওয়া যায়নি। তাদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানান স্থানীয়রা।

এ বিষয়ে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘নগরের আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে নালায় কাজ করার সময় বিস্ফোরণজনিত দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সবার অবস্থা আশংকাজনক।

আরও পড়ুন :  আগস্টে লুট হওয়া অস্ত্র শনাক্ত করা যাচ্ছে না

ঈশান/খম/সুম

আরও পড়ুন