চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কলেজছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গুলিয়াখালী সৈকতে প্রেমিক নিয়ে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ওই তরুণী।
শনিবার (৮ মার্চ) দুপুর একটার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে বিকেল তিনটার দিকে তরুণীকে উদ্ধার করা হয়।
জানা গেছে, ভুক্তভোগী তরুণী সীতাকুণ্ড গার্লস কলেজের শিক্ষার্থী। তিনি শনিবার দুপুরে রাকিব (২৫) নামে তার প্রেমিকের সঙ্গে গুলিয়াখালী সি-বিচ এলাকায় ঘুরতে যান। পরে বিচ এলাকার বেড়িবাঁধ পার হয়ে (দিদারের প্রজেক্ট) পশ্চিমে বাগানের ভেতরে সাগর পাড়ে যাওয়ার সময় চারজন যুবক রাকিবকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রেখে ওই তরুণীকে উপকূলীয় বনের ভেতরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। খবর পেয়ে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করলেও ধর্ষকরা পালিয়ে যায়।
ধর্ষণের শিকার ছাত্রী বলেন, সাগর পাড়ে নামার সময় আমাকে জিম্মি করে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। অনেক আকুতি-মিনতি করেও নিজেকে রক্ষা করতে পারিনি।
স্থানীয় বাসিন্দা মো. মুন্না বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মেয়েটিকে উদ্ধার করি। মেয়েটি খুব ভয়ের মধ্যে ছিলো। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন। বিচে পর্যাপ্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। বিভিন্ন সময় নানা অনৈতিক কাজ হয়। বিচে আসা পর্যটকদের নানাভাবে বখাটে ও সন্ত্রাসীদের হাতে হয়রানির শিকার হতে হচ্ছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় রাশেদ নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
You cannot copy content of this page