রবিবার- ২০ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে ২০০ টাকায় কেনা কাচামরিচ ৬০০ টাকায় বিক্রি

৩ ব্যবসায়ীকে জরিমানা

কেজিপ্রতি ২০০ টাকায় কেনা কাচামরিচ ৬০০ টাকায় বিক্রয় এবং মূল্যতালিকা সংরক্ষণ না করার দায়ে চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারে ৩ কাচামরিচ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩ জুলাই) বিকেলে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয় বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

তিনি বলেন, আমরা আজকে কাচামরিচের বাজার যাচাই করতে অভিযান চালিয়েছি। এ সময় দেখা যায়, কেজিপ্রতি ২০০ টাকায় কেনা কাচামরিচ ৬০০ টাকায় বিক্রয় করা হচ্ছে। একই সাথে মূল্যতালিকা না টাঙানোয় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এর মধ্যে চট্টগ্রাম নগরের রিয়াজুদ্দিন বাজারের কাচামরিচ আড়তদার মেসার্স আনছার ট্রেডার্সকে ১০ হাজার টাকা, প্রণব ট্রেডার্সকে ২ হাজার টাকা ও রিয়াজ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া বিক্রির উদ্দেশে মেয়াদোত্তীর্ণ কেক রাখায় পাহাড়তলীর এলাকার রূপসা ফুডকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

উল্লেখ্য, ঈদুল আযহার কয়েকদিন আগে থেকে চট্টগ্রামের বহদ্দারহাট, রিয়াজ উদ্দিন বাজার, কাজীর দেউরি, চকবাজার, পাহাড়তলী বাজারসহ বিভিন্ন হাটবাজারে কাচামরিচের দাম হু হু করে বাড়তে থাকে। ঈদের আগের দিন বুধবার বিকেলে নগরীর সবকটি বাজারে প্রতিকেজি কাচামরিচ ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পায়। পরে কাচামরিচের আমদানির খবরে দাম কমে ৫০০-৬০০ টাকায় বিক্রয় হচ্ছে।

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page