শুক্রবার- ৫ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবৈধ গাড়ির ছড়াছড়ি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবৈধ গাড়ির ছড়াছড়ি

ট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দেদারছে চলাচল করছে শত শত অবৈধ যানবাহন। যার প্রমাণ মিলেছে বিআরটিএর ভ্রাম্যমান আদালতের অভিযানেও।

সোমবার (২৪ জুন) সকাল থেকে অভিযানে অবৈধ ১৮টি গাড়িকে ৭৩ হাজার টাকা জরিমানা ও ৭টি গাড়িকে ডা¤িপং করেছে বিআরটিএ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা ক্রসিং এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। অভিযানে অংশ নেন- বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী, চট্ট মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার, জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আব্দুল মতিন।

আরও পড়ুন :  আগস্টে লুট হওয়া অস্ত্র শনাক্ত করা যাচ্ছে না

বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী বলেন, ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালনাসহ নানা অপরাধে ১৮টি গাড়িকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট) দীর্ঘদিন হালনাগাদ না থাকায় একটি বাস, একটি অ্যাম্বুলেন্স এবং রেজিস্ট্রেশনবিহীন পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ডা¤িপং করা হয়েছে।

আরও পড়ুন :  চামড়া যাদের শক্ত সেসব মেয়েদের জন্য এই রঙিন জীবন : বর্ষা

সৈয়দ আইনুল হুদা চৌধুরী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচল করছে শত শত অবৈধ যানবাহন। এরমধ্যে বিলাসবহুল বাস ও ভারী ট্রাকও রয়েছে। এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঈশান/খম/সুম

আরও পড়ুন