
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সন্ত্রাসী মো. ইসমাইল হোসেন ওরফে বালু ইসমাইলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহ¯পতিবার (২০ নভেম্বর) ভোরে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার আওতাধীন ৭ নম্বর পশ্চিম ষোলশহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি সন্ত্রাসী, বালু ও ভূমিদস্যু হিসেবে পরিচিত এবং চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী বার্মা সাইফুলের সহযোগী বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান। তিনি বলেন, সন্ত্রাসী বালু ইসমাইলের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় পাঁচটি মামলা রয়েছে। দুপুরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত টাস্কফোর্স-৪ (৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড) অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেফতার করেছে। ইসমাইল হোসেন দীর্ঘ সময় ধরে রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ পাঁচলাইশ এলাকায় ভূমি দখল, সন্ত্রাসী কর্মকান্ড এবং নানা অপরাধমূলক কার্যক্রমে জড়িত।
তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় দুটি বিস্ফোরকসহ মোট পাঁচটি মামলা এবং চারটি জিডি রয়েছে। এর আগে বুধবার রাঙ্গুনিয়া উপজেলার বালুর ঘাটা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতার ইসমাইলকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
You cannot copy content of this page