বৃহস্পতিবার- ৪ সেপ্টেম্বর, ২০২৫

চিন্ময়কান্ডে দুই মামলায় অভিযুক্ত ৬৩ আইনজীবীর জামিন

চিন্ময়কান্ডে দুই মামলায় অভিযুক্ত ৬৩ আইনজীবীর জামিন

ট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংগঠিত সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় অভিযুক্ত ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে জামিন আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আইনজীবী জিয়াউর রহমান। তিনি বলেন, এই জামিনে আমরা সংক্ষুব্দ এবং ব্যথিত। কারণ এই আদালত প্রাঙ্গনে আলিফের বুকের রক্ত ঝরেছে। আলিফের রক্ত ঝরা মানে আমাদের রক্ত ঝরা। এই জামিনের বিপক্ষে আমরা উচ্চ আদালতে আপিলে যাব।

আরও পড়ুন :  আগস্টে লুট হওয়া অস্ত্র শনাক্ত করা যাচ্ছে না

আদালত সূত্র জানায়, গত ২৬ নভেম্বর ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংগঠিত সংঘর্ষ, ভাঙচুর ও আলিফ হত্যায় ২৭ নভেম্বর কোতোয়ালী থানায় ৫টি মামলা দায়ের করা হয়। তম্মধ্যে দুটি মামলায় ৬৩ আইনজীবীসহ চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী ১৪০০ জনকে অভিযুক্ত করা হয়। মামলা দুটির নং-৪৩/১১/২৪ ও ৪৭/১১/২৪।

এসব মামলায় অভিযুক্ত আইনজীবীর জামিনের জন্য সোমবার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে আইনজীবীদের জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন :  চামড়া যাদের শক্ত সেসব মেয়েদের জন্য এই রঙিন জীবন : বর্ষা

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বিকেলে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে বিক্ষোভরতদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের ১২ জন সদস্যও আহত হন। এছাড়া ভাঙচুর করা হয় পুলিশের ব্যবহৃত একটি গাড়িও।

এর মধ্যে পৃথক তিনটি ঘটনায় কোতোয়ালী থানা পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে। এসব মামলায় আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ থেকে ৭০০ জন, রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জন এবং কোতোয়ালী মোড়ের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াইশ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন :  আমানত থেকে কর্মীদের বেতন দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক!

ঈশান/খম/সুম

আরও পড়ুন