যশ চোপড়া থেকে শুরু করে হালের দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের নির্দেশনায় কাজ করেছেন শাহরুখ খান। এবার সেই শাহরুখ কাজ করলেন নিজের ছেলে আরিয়ান খানের নির্দেশনায়।
সম্প্রতি লাক্সারি পোশাকের একটি ব্র্যান্ড লঞ্চ করেছেন আরিয়ান। নাম রেখেছেন ডি’ইয়াভল এক্স। সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনটিই নিজে তৈরি করলেন আরিয়ান। আর সেই বিজ্ঞাপনের মডেল হয়েছেন শাহরুখ খান।
শুটিং সেট থেকে আরিয়ানের ছবিও পোস্ট করেছেন বলিউড বাদশা। মনিটরের সামনে একদৃষ্টে তাকিয়ে জুনিয়র খান। মন দিয়ে শট পরীক্ষা করছেন। ডি’ইয়াভল এক্স-এর ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে শাহরুখের একটি ছবি। আলো-আঁধারির একটি সেটে দাঁড়িয়ে রয়েছেন বাদশা। ডি’ইয়াভল এক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ হলেও, একটি পোস্টারে দেখা গেছে আরিয়ানকেও। একঝাঁক তরুণ-তরুণীর সঙ্গে নিজের ব্র্যান্ডের পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন আরিয়ান।
এদিকে ‘পাঠান’-ঝড়ের পর মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। এতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণের নয়নতারাকে। আছেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। এ ছাড়া ক্যামিও দিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। আগামী ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
মাঝে জওয়ানের মুক্তি নিয়ে কিছুটি ধোঁয়াশা তৈরি হয়েছিল। শোনা গিয়েছিল জুনে নয়, অক্টোবরে মুক্তি পাবে জওয়ান। তবে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়েই মুক্তি পাবে সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলি এন্টারটেইনমেন্ট ও পরিচালক অ্যাটলি সর্বোচ্চ চেষ্টা করছেন মুক্তি না পেছানোর।
You cannot copy content of this page