ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে মারা গেল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী বিপ্লব শীলের (৩৭)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজার এলাকার হিরমল শীলের ছেলে।
বৃহ¯পতিবার (২৭ জুন) সকালে আমিরাতের উম্ম আল কুইয়েনে তিনি মারা যান। সন্ধ্যায় মৃত্যুর এ খবর পান বলে জানান তার বাবা হিরমল শীল।
তিনি জানান, বিপ্লব শীল গত ১৯ জুন ডায়াবেটিস, কিডনি সংক্রমণসহ নানা রোগে আক্রান্ত সংযুক্ত আরব আমিরাতের হিয়ে উম্মুল কুয়েইনের শেখ খলিফা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন।
এরপর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু ঘটে। সন্ধ্যার দিকে তার সহপাঠিরা এই খবর পাঠায়। বর্তমানে তার লাশ উম্মুল কুয়েইন শেখ খালিফা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে তার লাশ দেশে পাঠানো হবে বলে জানান সহপাঠিরা।
You cannot copy content of this page