সোমবার- ২০ অক্টোবর, ২০২৫

ডেল্টা প্লানে সাজবে রাউজান পৌরসভা

বর্জ্য ব্যবস্থাপনায় পাচ্ছে আইএসও সনদ

ডেল্টা প্লানে সাজবে রাউজান পৌরসভা

দেশের মধ্যে মাত্র দুটি পৌরসভাকে অর্ন্তভুক্ত করা হয়েছে ডেল্টা প্লানে। একটি যশোহরের কেশবপুর পৌরসভা, অপরটি চট্টগ্রামের রাউজান পৌরসভা। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করার কাজ চলছে।

এদিকে রাউজান পৌর সভার বর্জ্য ব্যবস্থাপনায় এসেছে আন্তর্জতিক মাননিয়ন্ত্রণকারী আইএসও এর স্বীকৃতি। এই সংস্থাটি ইতিমধ্যে রাউজান পৌরসভার এই সনদ ইস্যু করেছে।

জানা যায় ইন্টারন্যাশানাল অর্গানেজশন ফর স্ট্যার্ন্ডাইজেশন (আইএসও) রাউজান পৌরসভার এই সনদ ইস্যু করছেন চলতি বছরের ২০ ফেব্রুয়ারি। তবে এটি আনুষ্ঠানিক হস্তান্তরের দিন তারিখ এখনো চুড়ান্ত হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিন বছর মেয়াদের জন্য এই সনদ ইস্যু করা হয়েছে। এটি কার্যকর থাকবে ১৯ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত। তবে আন্তর্জাতিক এই সংস্থাটি বলেছে চলমান কর্মসূচির মানদন্ড বজায় রাখার শর্তে এটি নবায়ন যোগ্য হতে পারে।

আরও পড়ুন :  চট্টগ্রামে ১৯৪ পোশাক কারখানা ভয়াবহ অগ্নিঝুঁকিতে

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ তার পৌরসভার পক্ষে আইএসও সনদ ইস্যুর কথা স্বীকার করে বলেছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নিদেশনা অনুসরণ ও তার পরামর্শে কাজ করে এই স্বীকৃতি পেয়েছি। এটি পৌরবাসীর জন্য গর্বের।

তিনি জানান, দেশের মধ্যে মাত্র দুটি পৌরসভাকে ডেল্টা প্লানের আওতাভুক্ত করা হয়েছে। এই প্লানের আওতায় নেদারল্যান্ড সরকার রাউজান পৌরসভায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজের ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি এই প্রকল্পের কার্যক্রম দেখতে সেদেশ সফর করেছেন।

রাউজান পৌরসভায় এসে সেদেশের প্রতিনিধিদল দফায় দফায় বৈঠক করেছেন তার সাথে। ইতিমধ্যে ডেল্টা প্লানের কর্মসূচির প্রাথমিক কাজ শুরু করা হয়েছে।

আরও পড়ুন :  শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ৮ বিমান চট্টগ্রামে

প্লানের আওতায় পৌর এলাকার সৌন্দর্য্য বর্ধন প্রকল্প নেয়ার পাশাপাশি গড়ে তোলা হবে পর্যটন শিল্প, শিশু বিকাশ কেন্দ্র, আধুনিক পার্ক, জাতীয় মানের রেস্তোঁরা,রাউজান ঢালামুখ রাবার বাগান এলাকায় সৃষ্টি করা হবে পর্যটকদের নৌ ভ্রমনের সুবিধায় হ্রাদ।

ডেল্টা প্লানের অন্তর্ভুক্তির আগে থেকে বর্জ্য ব্যবস্থাপনায় এই পৌরসভার বিশেষ পরিচিতি রয়েছে। আইএসও সনদ প্রাপ্তি প্রসঙ্গে বলেন, সবকিছুর বিবেচনা, সবকর্মসূচির মানদন্ড পরীক্ষা নিরীক্ষা করে যোগ্যতার বিবেচনায় আইএসও রাউজান পৌরসভাকে এই স্বীকৃতি দিচ্ছে।

স্বীকৃতিদাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশানাল অর্গানেজশন ফর স্ট্যার্ন্ডাইজেশননের ইস্যুকৃত সনদে উল্লেখ রয়েছে গ্লোবাল ইন্টার এর প্রয়োজনীয়তা, প্রতিষ্ঠানের সম্মতিতে নথিভুক্ত হওয়া এবং বাস্তবায়িত সিস্টেম অনুসরণ করে মান ব্যবস্থাপনা, সিস্টেম জন্য অবকাঠামো ব্যবস্থাপনা, প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্ট, স্যানিটারি ল্যাট্রিন, পানীয় জল, সড়কপথে আলো, বর্জ্য ব্যবস্থাপনা এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচি (আইএএফ কোড: ৩৫, ৩৬ সার্টিফিকেশন সার্টিফিকেট প্রাসঙ্গিক অডিট রিপোর্ট জারি করার পর রাউজান পৌরসভাকে আইএসও সনদ দেয়া হচ্ছে।

আরও পড়ুন :  চট্টগ্রামে জাবেদ-ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

উল্লেখ্য সুইজারল্যান্ডের জেনেভা শহরে আইএসও এর সদর দপ্তর। এই সংস্থাটি মূলত বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাননিয়ন্ত্রন করে থাকে। একাজের জন্য তাদের বিভিন্ন দেশে রেগুলেটরি এ্যাক্রিডেশন বডি রয়েছে। এসব সংস্থা থেকেই এ্যাক্রিডেশন সনদ নিয়ে বিভিন্ন ক্যাটাগরীর সার্টিফিকেশন বডি আইএসও স্ট্যার্ন্ডাড সনদ দিয়ে থাকে। 

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page