মঙ্গলবার- ২৮ অক্টোবর, ২০২৫

দখলবাজি-চাঁদাবাজি করলে পা ভেঙে দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দখলবাজি-চাঁদাবাজি করলে পা ভেঙে দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কোনো রাজনৈতিক দল যদি দখলবাজি বা চাঁদাবাজি করে তাদের পা ভেঙে দিতে সেনাবাহিনীকে অনুরোধ করেছি। আমি কোনও রাজনীতিবিদ না। একজন ফৌজ, যা বলি তাই করার চেষ্টা করি। আপনারা কেউ চাঁদাবাজি করবেন না। দখলবাজি করবেন না। যদি চাঁদাবাজি করেন, তাহলে পা ভেঙে দেওয়া হবে।

আরও পড়ুন :  সন্ত্রাসের জনপদ রাউজান

রবিবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে প্রবেশের আগে সাংবাদিকদের তিনি বলেন, এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে। এটা আপনাদের পছন্দ হলেও না হলেও। আমি যতদিন পর্যন্ত আছি, আমি এটা করে ছাড়বো। আপনারা স্বৈরাচারী হয়ে যাবেন এটা তো হবে না।

উপদেষ্টা আরো বলেন, সব রাজনৈতিক দলগুলোকে আমি মেসেজ দিচ্ছি। একটি পলিটিক্যাল পার্টির অবস্থা আপনারা দেখেন, এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল। যার নামের সঙ্গে স্বাধীনতা জড়িত, আজকে তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে।

আরও পড়ুন :  চট্টগ্রামে সত্তরোর্ধ্ব দাদিকে ধর্ষণ, নাতিকে গণপিটুনি দিয়ে সোপর্দ

তিনি বলেন, তাদের জায়গায় যদি মনে করেন আমি আসলাম, দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব। কিছুদিন করেন। কিন্তু আমি সেনাপ্রধানকে বলেছি, অনুরোধ করেছি, পা ভেঙে দিতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল।

একইসাথে, পুলিশ সদস্যদের আগামী বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিতে বলেছেন তিনি। বৃহস্পতিবারের মধ্যে যারা কাজে যোগ দেবেন না, আমরা ধরে নেব তারা চাকরি করবেন না। বৃহস্পতিবারের মধ্যে আপনারা কাজে যোগদান করুন। এই সময়ের মধ্যে যারা যোগদান করবেন না, তাদের চাকরিচ্যুত করা হবে।

আরও পড়ুন :  চট্টগ্রামে মধ্যরাতে গোলাগুলিতে প্রাণ গেল যুবদলকর্মীর

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page