শুক্রবার- ৫ সেপ্টেম্বর, ২০২৫

পুলিশ সদস্যদের বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ

পুলিশ সদস্যদের বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ

গামিকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে সারাদেশের সব পুলিশ সদস্যদের নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ ময়নুল ইসলাম। মাঠপর্যায়ের দাবি-দাওয়ার বিষয় অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং আমরা চাইলে তো যথাযথ ব্যবস্থাও নেয়া হবে বলে জানান তিনি।

বুধবার (৭ আগস্ট) বিকেল আইজিপি বলেন, আমার ৩০ বছরের চাকরির অভিজ্ঞতা থেকে বলছি; এই মুহূর্তে আপনাদের কাজে অংশগ্রহণ করুন। কাজের মাঠে অনতিবিলম্বে ফিরে আসুন। পুলিশ সুপার তদন্ত কর্মকর্তাগণ কোনো নির্দেশের অপেক্ষায় বসে না থেকে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব ও করণীয় আইন বিধির আলোকে প্রতিপালন করে যান। মাঠ পর্যায়ের কমান্ড ফিরিয়ে আনুন। সবাইকে নিয়ে কাজে নেমে যান। স্থানীয়ভাবে সমাজের ইতিবাচক শক্তি তথা রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাম্প্রতিক আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধিদের ব্যক্তিগতভাবে কথা বলুন। কাজের পরিবেশ ফিরিয়ে আনুন।

আরও পড়ুন :  আগস্টে লুট হওয়া অস্ত্র শনাক্ত করা যাচ্ছে না

কোনো নিহত বা আহত সহকর্মীর বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিশেষ কিছু করণীয় থাকলে পুলিশ হেডকোয়ার্টার বা আমাদের নজরে আনুন উল্লেখ করে তিনি বলেন, মাঠপর্যায়ের দাবি-দাওয়ার বিষয়টি অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং আমরা চাইলে তো যথাযথ ব্যবস্থাও নেয়া হবে। এই বাংলাদেশ পুলিশের কাছে লাখো কোটি গণতন্ত্র মানা মানুষের প্রত্যাশা অনেক। বিশ্বাস করুন আমরা পারবো। শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশে গণমানুষের আকাঙ্ক্ষার পুলিশ, অহংকারের পুলিশ ও ভালোবাসার পুলিশ হয়ে আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা যথাযথ ভূমিকা রাখবো।

আরও পড়ুন :  আমানত থেকে কর্মীদের বেতন দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক!

যে দুর্যোগের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। তার উদাহরণ বাংলাদেশ পুলিশের দুইশ বছরের ইতিহাসে সম্ভবত নেই। এসময় আমাদের দুটো অপশন থাকতে পারে। প্রথম হলো- ক্লান্তি অবশূন্যতা এবং ক্ষোভে ভেঙে পড়ে বিচ্ছিন্ন হয়ে নিজের মতো করে ছোটাছুটি করা। দুই হলো নিজেদের ভুল-ত্রুটি কাটিয়ে উঠে একত্রিতভাবে সুশৃঙ্খলতার সঙ্গে দুর্যোগকে মোকাবিলা করা।

ঈশান/মখ/সুম

আরও পড়ুন