ফের প্রাইম মুভার তথা ট্রাক-লরি শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে অচলাবস্থা বিরাজ করছে। চট্টগ্রাম ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নেমেছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় সড়কের পাশে ট্রাক-লরি রেখে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। কর্মবিরতির ফলে টানা দ্বিতীয় দিনের মতো শুক্রবারও (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর ও ইপিজেডে প্রবেশ-বহির্গমন বন্ধ রয়েছে সবধরনের পণ্যবাহী গাড়ি। দুর্ভোগে পড়েছেন নগরীর পতেঙ্গা থেকে ফৌজদারহাট এলাকার মানুষ।
এর আগে চট্টগ্রাম ডিসি পার্কে দর্শনার্থী ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর ঘটনায় জড়িতদের বিচারসহ চার দফা দাবিতে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৯টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন প্রাইম মুভার শ্রমিকরা। পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের সাথে বৈঠকের পর বুধবার রাত ৮টার দিকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন তারা। কিন্তু চৌদ্দ ঘন্টা সময় পার হতে না হতে ফের কর্মবিরতিতে নামেন শ্রমিকেরা।
প্রাইম মুভার শ্রমিকরা জানান, চট্টগ্রাম জেলা প্রশাসনের সাথে বৈঠকে ডিসি পার্ক বন্ধ রাখা, সংঘর্ষে আহত ট্রাক-লরি চালকদের চিকিৎসা সহায়তা প্রদান, ঘটনায় জড়িদের বিচার নিশ্চিতসহ চার দফা দাবি মেনে নেওয়া হয়েছিল। কিন্তু বুধবার রাতে এ ঘটনায় শ্রমিকদেও অজ্ঞাতনামা আসামি করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সীতাকুন্ড থানায় মামলা করা হয়েছে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে ফের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নামেন শ্রমিকরা।
শ্রমিকদের দাবি, চট্টগ্রাম ডিসি পার্ক ইতোমধ্যে তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। কিন্তু সেটা আমরা মানছি না। এই পার্ক স্থায়ীভাবে বন্ধ করতে হবে। নয়তো ডিসি পার্কের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বাদ দিয়ে বিকল্প সড়ক করতে হবে। আর এই দাবি না মানলে কর্মবিরতি অনির্দিষ্টকাল চলবে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মো. কায়েস চৌধুরী জানান, বুধবার জেলা প্রশাসনের সাথে বৈঠকে সব দাবি মেনে ও দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। এরপর শ্রমিক মারধরের ঘটনায় সংগঠনের পক্ষ থেকে একটি মামলা করা হয়। আবার ট্রাক-লরি শ্রমিকদের আসামি করে একটি মামলা করা হয়েছে। অন্যদিকে ডিসি পার্ক খোলা রয়েছে। তাই নগরীর সল্টগোলা ক্রসিং মোড়ে ট্রাক-লরি পার্কিং করে রাখে শ্রমিকরা।
এ কারণে নগরীর বারিকবিল্ডিং মোড় থেকে পতেঙ্গার স্টিলমিল সড়ক এবং পোর্ট কানেকটিং সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বন্দর ও ইপিজেডের পণ্য পরিবহনে অচলাবস্থা দেখা দিয়েছে। পোশাক কারখানাগুলোর শ্রমিকদের ছুটির পর তাদের হেঁটেই গন্তব্যে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া দিনভর ভোগান্তিতে পড়েছেন অফিসগামী কর্মজীবী ও স্কুল-হলেজগামী শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের ফেসবুক পেজে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজের জন্য আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ডিসি পার্ক বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিসি পার্কে গাড়ি পার্কিংয়ের ঘটনার জেরে লরি শ্রমিকদের সাথে পার্কের দর্শনার্থী ও নিরাপত্তাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বিক্ষুব্ধ ট্রাক-লরি শ্রমিকরা পার্কে হামলা ও ভাঙচুর চালায়।
You cannot copy content of this page