রবিবার- ২০ এপ্রিল, ২০২৫

ফোনে দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার টিপস

ব্যাটারির আয়ু যতক্ষণ, ফোনের আয়ু ততক্ষণ। তাই রাস্তাঘাটে হঠাৎ করে ফোনের চার্জ শেষ হয়ে গেলে বড় বিপদে পড়তে হয়। সেই জন্য ফোন কেনার সময় অবশ্যই তার ব্যাটারি এবং চার্জিং ফিচার ভালোভাবে দেখে নেওয়া জরুরি। এর পাশাপাশি আপনার ফোনের ব্যাটারিতে কীভাবে অনেকক্ষণ চার্জ ধরে রাখতে পারেন সেই প্রসঙ্গে রইল কিছু সহজ টেক টিপস।

ফোনে অ্যাপ যত কম রাখবেন এবং অ্যাপের ব্যবহার যত কম করবেন ব্যাটারিতে তত বেশি সময় চার্জ থাকবে। এবার বাড়ির বাইরে কাজের সূত্রে বিভিন্ন অ্যাপ আপনাকে ব্যবহার করতেই হবে। সেক্ষেত্রে খুব প্রয়োজনীয় কাজ ছাড়া ফোন ব্যবহার কম করা ভালো।

গেম খেলা, ভিডিও বা সিনেমা দেখা, গান শোনা, ছবি তোলা ইত্যাদি কাজে ফোনের ব্যাটারি থেকে চার্জ দ্রুত কমে যায়। তাই যদি দেখেন রাস্তায় রয়েছেন এবং আপনার ফোনে বেশি চার্জ নেই, তাহলে অবশ্যই উল্লিখিত কাজগুলো করা থেকে বিরত থাকুন।

যাদের ফোন খুব ব্যবহার হয়, তারা বাড়ির বাইরে বের হলে সবসময় সঙ্গে রাখুন শক্তিশালী পাওয়ার ব্যাংক। আর এই পাওয়ার ব্যাকে ভালোভাবে চার্জ দিয়ে রাখা প্রয়োজন। তাহলে রাস্তাঘাটে ফোনের চার্জ শেষ হয়ে গেলে কিংবা কমে গেলে আপনি পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিতে পারবেন।

খেয়াল রাখুন আপনার ফোনে যেন লেটেস্ট আপডেটেড অপারেটিং সফটওয়্যার ডাউনলোড করা থাকে। ফোনের ব্যাটারিতে বেশিক্ষণ চার্জ বজায় রাখতে চাইলে ওয়াই-ফাই, ব্লুটুথ ইত্যাদি পরিষেবা বন্ধ রাখা প্রয়োজন। এছাড়াও কমিয়ে রাখুন ফোনের ব্রাইটনেস। স্ক্রিন ব্রাইটনেস যত বেশি থাকবে ফোনের ব্যাটারি থেকে চার্জ তত তাড়াতাড়ি শেষ হবে।

ফোনে দেখবেন একটি ব্যাটারি সেভার মোড থাকে। এই অপশন অন রাখুন। স্ক্রিন ব্রাইটনেসের ফলে যেহেতু চার্জ কমে যায় ব্যাটারিতে তাই ফোনে ডার্ক মোড অন বা চালু রাখতে পারেন।

ফোনের ব্যাটারি যদি দীর্ঘদিন ভালো রাখতে চান তাহলে চার্জে ফোন বসিয়ে তা ব্যবহার করবেন না কোনোভাবেই। ফোনে ওভার চার্জ হওয়ার বিষয়টিও ব্যাটারির পক্ষে ক্ষতিকর। ফোনের ব্যাটারি ভালো রাখতে চাইলে ডিভাইসের উপর চাপ যত কম দিতে পারবেন ততই মঙ্গল। মাঝে মাঝে বিশেষ করে যখন দীর্ঘ সময় আপনি ফোন ব্যবহার করছেন না তখন ফোন বন্ধ করে রাখতে পারেন।

ঈশান/গস/সুম

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page