দেশের খ্যাতনামা ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএমের কারখানার স্ক্র্যাপের স্তুপে মিললো একটি অবিস্ফোরিত মর্টারশেল। এটি নিয়ে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরবর্তীতে পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট মর্টারশেলটি ধ্বংস করে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে সীতাকুণ্ড থানার বারআউলিয়ার কারখানায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান। তিনি বলেন, শনিবার সকালে বিএসআরএম কারখানার জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন) মো. আহসাদুল আলম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এরপর আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করলে বোম ডিস্পোজাল ইউনিটের মাধ্যমে বোমাটি ধ্বংস করা হয়।
বিএসআরএমের জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন) মো. আহসাদুল আলম বলেন, ‘কারখানার ভেতরে স্ক্র্যাপের স্তূপ থেকে লোহা বাছাইয়ের সময় স্তূপের ভেতরে বোমা সদৃশ একটি বস্তু দেখতে পান আমাদের শ্রমিকরা। স্ক্র্যাপের সঙ্গে একই ধরনের জিনিস আগেও এসেছিলো। তাই ম্যানেজম্যান্ট ট্যাকটফুলি বিষয়টি হ্যান্ডেল করে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন। পুলিশের সহায়তায় এটি ধ্বংস করা হয়।’
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক রাজীব পোদ্দার বলেন, ‘তথ্যমতো আমরা বোমার মতো একটা বিস্ফোরক পাই। ওটা দেখতে অনেকটা আর্টিলারি মর্টার শেলের মতো। ওখানে স্ক্র্যাপের সাথে প্রায় সময় এ ধরনের জিনিস চলে আসে। ওগুলোর এক্সপিয়ার্ড হওয়ার কারণে স্ক্র্যাপ হিসেবে ফেলে দেওয়া হয়। বিএসআরএমের কারখানায় এবারও যেটি এসেছে, সেটি ধ্বংস করা হয়েছে।’
You cannot copy content of this page